ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ১, ২০২৪ |

EN

বিএনপির ডাকা টানা অবরোধের শেষ দিন আজ

বাকেরগঞ্জ প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩

বিএনপির ডাকা টানা অবরোধের শেষ দিন আজ
বিএনপির ডাকা টানা অবরোধের শেষদিন আজ। রাজধানীতে যান চলাচল কম। এদিকে, রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং সিরোইল ঢাকা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে যথারীতি নির্ধারিত সময়ে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাসহ সকল রুটে ট্রেন ছেড়ে গেছে। 

অবরোধ চলাকালে সকাল থেকে কোথাও বিএনপির নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। তবে নগরীর বিনোদপুর বাজারে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রদল। মিছিল থেকে ককটেল বিস্ফারণ ঘটনানো হয়।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তি ও মহাসমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে সারাদেশে  বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ শুরু হয়। 

 অবরোধকে ঘিরে মিছিল, পিকেটিং, সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া, বেশ কয়েকজন নিহতসহ বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। 

সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত ছিলো।