ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪ |

EN

অবশেষে ধূমপান ছাড়ার পণ শ্রীলেখার

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, নভেম্বর ১৯, ২০২১

অবশেষে ধূমপান ছাড়ার পণ শ্রীলেখার
সেই ছোট বেলা থেকে ধূমপানের স্বভাব ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। এতদিন ধূমপান তার বেশ ক্ষতি করেছে। তাই এবার তিনি থামতে চাইছেন। এর কারণও আছে অবশ্য।

বুধবার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রীলেখা নিজের পণের কথা জানান।

শ্রীলেখা লেখেন, আমি সত্যি ধূমপান ছেড়ে দিতে চাই। সেই কলেজে পড়ার দিন থেকে এ বাজে স্বভাব বয়ে বেড়াচ্ছি। না, সিনেমায় এসে সিগারেট ধরিনি। বাবার কাছে বকুনির সাথে এক দুবার মারও খেয়েছি। কিন্তু এবার সত্যি ছাড়ব, ছাড়বই।

এ সিগারেট ছাড়ার কারণ সম্পর্কে ভারতের গণমাধ্যম আনন্দবাজারকে শ্রীলেখা বলেন, কথা বলতে কষ্ট হচ্ছে। গলায় সারাক্ষণ অস্বস্তি। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সারাক্ষণ বুকে যেন চাপ ধরা ভাব। ফুসফুসে যেন বাতাসের অভাব! চিকিৎসকের কাছে গেলেই সবার আগে ধূমপান ছাড়ার নির্দেশ দেওয়া হবে। তাই নিজেই সেই রাস্তায় হাঁটব বলে ঠিক করেছি।