ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুন ২৯, ২০২৪ |

EN

গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি শনিবার

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ২৯, ২০২৩

গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি শনিবার
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

শুক্রবার বিকালে এক দফা দাবিতে রাজধানীর মৎস্য ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেন, শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সব প্রবেশপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব আমরা।

সরকারের উদ্দেশে তিনি বলেন, অবস্থান কর্মসূচিতে হামলার চেষ্টা করবেন না। পুলিশ দিয়ে বাধা দেয়ার চেষ্টা চালাবেন না। তা করলে গণপ্রতিরোধ গড়ে উঠবে। তখন এর দায় আপনাদের নিতে হবে।

জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ বলে বিদেশিরা দেশে হস্তক্ষেপ করছে। আমরা বলি, দরজা ভাঙা রেখে চোরকে ঢুকতে দিলো কে? দেশে সুষ্ঠু নির্বাচন বন্ধ করে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রশ্নে তাদের কথা বলার ক্ষেত্রটা তৈরি করে দিল কে?