ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুলাই ২৭, ২০২৪ |

EN

নাম পরিবর্তন হলো সোনালী ব্যাংকের

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, মে ২২, ২০২৩

নাম পরিবর্তন হলো সোনালী ব্যাংকের
গত ফেব্রুয়ারি মাসে সোনালী ব্যাংকের নাম পরিবর্তনের ঘোষণা আসে। সেই নতুন নাম তফসিলি ব্যাংক সমূহের তালিকায় অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

১৪ মে, রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মো. আলী আকবর ফরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি আইন ১৯৯৪ এর ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক তফসিলি ব্যাংক সমূহের তালিকায় ‘সোনালী ব্যাংক লিমিটেড’ এর নাম ‘সোনালী ব্যাংক পিএলসি’ ইংরেজিতে ‘Sonali Bank Plc' হিসেবে পরিবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ব্যাংকটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। ফলে সোনালী ব্যাংক পিএলসি নামে কার্যক্রম পরিচালানা করবে ব্যাংকটি।

সাধারণ সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস, ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালক, সিইও অ্যান্ড এমডি মো. আফজাল করিম এবং কোম্পানির সেক্রেটারি তাওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।