ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুন ২৯, ২০২৪ |

EN

ইসরাইলের ওপর যে কারণে চটেছে ইউক্রেন

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২

ইসরাইলের ওপর যে কারণে চটেছে ইউক্রেন
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক কোনো কারণ ছাড়াই বাতিল করেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ।

আর এ কারণেই ইহুদিবাদী ইসরাইলের ওপর ভীষণ চটেছে ইউক্রেন। খবর জেরুজালেম পোস্টের।

ইসরাইল ও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পূর্ব নির্ধারিত বৈঠকটি হওয়ার কথা ছিল গত মঙ্গলবার।

রাশিয়ার চাপে পড়ে কোনো কারণ দর্শানো ছাড়াই বৈঠকটি বাতিল করে ইউক্রেন। এ ঘটনায় ইসরাইলের কঠোর সমালোচনা করেন তেলআবিবে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভজেন কোরনিচুক।

তিনি বলেন, ইসরাইলের এ সিদ্ধান্ত খুবই হতাশাজনক। গত আগস্ট মাসে এ বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল। হঠাৎ করে বৈঠকের দিন সিদ্ধান্ত বদলায় ইসরাইল।

তবে এর কোনো কারণ ব্যাখ্যা করেনি ইসরাইল। পরের দিনই বোঝা গেল কেন ওই বৈঠক বন্ধ হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ গত বুধবার বলেন, ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেবে না ইসরাইল।

কিয়েভে ইসরাইল অস্ত্র পাঠালে রাশিয়া-ইসরাইল সম্পর্কে মারাত্মক অবনতি হবে বলে মস্কোর হুশিয়ারির পর ইসরাইলের পক্ষ থেকে এমন ঘোষণা এলো।

তবে ইউক্রেনে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন ইসরাইলের এ মন্ত্রী।