ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

রাজধানীরর উত্তর সিটি করর্পোরেশন ভবনে আগুন

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২

রাজধানীরর উত্তর সিটি করর্পোরেশন ভবনে আগুন
ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি আজ সকাল আনুমানিক ৭.১০-১৫ টায়।

৮-১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করেছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

সিলিং এর খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোয়াচ্ছন্ন হয়ে আছে। তবে ৮ তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোয়া বাইরে বের করার কাজ চলছে।

ফায়ার সার্ভিসের একটি টিম উপরে রয়েছে, তারা আগুনের সঠিক উৎস খুজে বের করতে চেষ্টা করে যাচ্ছে।
এখনো পর্যন্ত বিশেষ কোন ক্ষতি হয়নি।