ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ |

EN

‌‘হাওয়া’ দিয়ে যাত্রা শুরু সিলেটে সিনেপ্লেক্সের

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ২৩, ২০২২

‌‘হাওয়া’ দিয়ে যাত্রা শুরু সিলেটে সিনেপ্লেক্সের
নৈসর্গিক সিলেটে প্রথমবারের মতো চালু হচ্ছে অত্যাধুনিক প্রেক্ষাগৃহ ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’। যার উদ্বোধন হবে আগামী শুক্রবার (২৯ জুলাই) মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে। 

গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখর উদ্দিন রাজী বলেন, ‘হোটেল নির্মাণের সময়ই আমরা সিনেপ্লেক্সটি তৈরি করি। আমাদের সাউন্ড সিস্টেম যুক্তরাজ্য থেকে আনা এবং দেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির। গত ১৫ জুন সিনেপ্লেক্সটি আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে পরীক্ষামূলক সিনেমা চালানো হয়েছে। এবার বাণিজ্যিকভাবে ‘হাওয়া’র মাধ্যমে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে প্রেক্ষাগৃহটি। 

সিনেপ্লেক্স উদ্বোধনের দিন ‘হাওয়া সিনোমার কলাকুশলীরাও উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন তিনি।

গ্রান্ড সিলেট সিনেপ্লেক্সসংশ্লিষ্টরা জানান, এই সিনেপ্লেক্সে একসঙ্গে ১৭০ জন বসে সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা। তবে প্রতিদিন কয়টি প্রদর্শনী হবে এবং তার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।