দুর্নীতির বিরূদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স ঘোষনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে দুনীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্বোধন করা হযেছে।
রবিবার সকালে শহরের চাঁদমারী রোডে দুনীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা অফিসের উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রাশেদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বিপিএম,পিপিএম, দুনীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের পরিচালন মীর মো: জয়নুল আবেদীন শিবলী, ঢাকা বিভাগীয় পরিচালক মো: আকতার হোসেন, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো: সিফাত উদ্দিন সহ পার্শ্ববর্তী কার্যালয় সমূহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
সম্মিলিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপপরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে গোপালগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক, জেলা ফিশারিজ অফিসার বিশ্বজিত বৈদ্য ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, শিক্ষক - শিক্ষার্থী, প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, স্কাউট সদস্য, জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতির বিরূদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স ঘোষনাকে বাস্তবায়ন বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিরোধের কাজও সমান তালে চালিয়ে যাচ্ছি।
তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আরও বলেন, আমরা যার যার জায়গা থেকে দুর্নীতির বিরূদ্ধে ভূমিকা রেখে গোপালগঞ্জ জেলাকে দুর্নীতি মুক্ত জেলা হিসেবে ঘোষনা করতে চাই, এলক্ষ্যে সম্মিলিত উপায়ে আমাদেরকে কাজ করতে হবে।