ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪ |

EN

টালিউডে মিথিলার হ্যাটট্রিক, মমতা হওয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

টালিউডে মিথিলার হ্যাটট্রিক, মমতা হওয়ার গুঞ্জন

বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা পরিচালক রাজর্ষি দে হাত ধরে টালিউডে পা রেখেছেন। গত মাসেই শেষ করেছেন রাজর্ষিরমায়াছবির শুটিং। শেক্সপিয়ারেরম্যাকবেথনিয়ে নির্মিত হচ্ছে এই ছবি। নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরবর্তী ছবি নির্মাণ করছেন তৃণমূলের নেতা মদন মিত্রকে নিয়ে। সেই ছবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টালিউডে।

 

পরিচালক রাজর্ষি দে বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে, সেটা এখনো চূড়ান্ত করিনি। মমতা ব্যানার্জির চরিত্রেও হতে পারে, আবার অন্য কোনো চরিত্রেও হতে পারে।মমতার চরিত্রে অভিনয়ের বিষয়ে জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি এই সম্পর্কে এখনো জানি না।

 

২০২২ সালে মদন মিত্রের বায়োপিকের কাজ শুরু করবেন বলে জানান রাজর্ষি। মদন মিত্রকে নিয়ে টালিগঞ্জের আরেক পরিচালক রাজা চন্দও আরেকটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন। রাজর্ষি বলেন, ‘মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি তাঁকে কাছ থেকে দেখেছি। নির্বাচনে কামারাহাটি থেকে মদনদার দাঁড়ানো, নির্বাচনে জেতা, মাঝখানে একটা অন্য রকম সময় যায় অবশ্য। মদনদার আবার ফিরে আসা, ফের নির্বাচনে জেতা। এই বায়োপিকের চিত্রনাট্য লিখবেন জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক কবি। যিনি দীর্ঘদিন কামারাহাটিতেই বাস করছেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না।

 

মদন মিত্রের ভূমিকায় বলিউডের পঙ্কজ ত্রিপাঠী কিংবা টালিগঞ্জের শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি; চিত্রনাট্য লেখার পর তাঁদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।