ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুন ২৯, ২০২৪ |

EN

পদ্মা সেতু উদ্বোধনে রূপগঞ্জে আনন্দ উৎসব

রূপগঞ্জ প্রতিনিধি | আপডেট: শনিবার, জুন ২৫, ২০২২

পদ্মা সেতু উদ্বোধনে  রূপগঞ্জে আনন্দ উৎসব
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুন শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা, মুড়াপাড়া, ভুলতা, কায়েতপাড়া, রূপগঞ্জ, গোলাকান্দাইল, ভোলাব, তারাবো, কাঞ্চন, দাউদপুরসহ আশপাশের এলাকায় নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল হলি, রং মেখে ঢং সাজা, আলোচনা সভা, শোভাযাত্রা, মিষ্টি ও রান্না করা খাবার বিতরণ। রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষাপ্রতিষ্ঠান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, ভুলতা স্কুল এন্ড কলেজ ও সামাজিক সামাজিক সংগঠন পৃথক পৃথক এ কর্মসূচি পালন করে। 

উপজেলার ইছাপুর বাজার মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, 
রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের  সমন্বয়কারী ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন,  বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া,  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নাদিম, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আন্œি আক্তার, আওয়ামীলীগ নেতা দ্বীন মোহাম্মদ দিলু, আব্দুল্লাহ আল-মামুন, ওসমান গনি ভুঁইয়া খোকন, রূপগঞ্জ ইউপি সদস্য, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা আজমীর হোসেন, কিরণ ভুঁইয়া, টিপু সুলতান প্রমুখ।

এদিকে সকালে রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মুড়াপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে আনন্দ শোভাযাত্রা বের করে আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আমান উল্লাহ আমান, তারাবো পৌর কমান্ডার মতিন সাউথ, দাউদপুর কমান্ডার এ. কে এম তমিজ উদ্দিন রাজ, কায়েতপাড়া ইউনিয়ন কমান্ডার জিয়াউল হকসহ সকল মুক্তিযোদ্ধাবৃন্দ। 

এছাড়া ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আউয়াল নেতৃত্বে অত্র  প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ  থেকে ভুলতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিন করেন।