ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুন ২৯, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বুধবার, মে ১৮, ২০২২

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ -১৭)এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ই মে) বিকেল ৪টায় উপজেলা প্রশাসন ও ক্রীয়া সংস্থার আয়োজনে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে এই টুর্ণামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

টুর্ণামেন্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ মো.মুশফিকুর রহমান বাবুল এর সঞ্চালনায়  প্রধান অতিথির প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,পৌর মেয়র মাহামুদ আলম লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,পৌর প্রকৌশলী লুৎফুন হুদা চৌধুরী লিমন এবং সাতটি ইউনিয়নের চেয়ারম্যানগণ। এসময় সাবেক ছাত্র নেতা ও খেলোয়াড় মিজানুর রহমান,সাবেক ছাত্র নেতা ও খেলোয়া সৈয়দ হাসান মেহেদী রুবেল সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মি ও খেলোযারগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে এ গ্রুপে খেলায় অংশগ্রহন করেন বেতদিঘি ইউনিয়ন দল বনাম শিবনগর ইউনিয়ন দল। খেলায় ০-১ গোলে বেতদিঘি ইউনিয়ন কে পরাজিত করে শিবনগর ইউনিয়ন দল জয়লাভ করেন । টুর্ণামেন্টে পর্যায় ক্রমে সাতটি ইউনিয়ন ও পৌরসভা সহ মোট নয়টি দল খেলায় অংশ গ্রহন করবেন।