ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

যশোরে ভাষা শহিদদের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ২১, ২০২২

যশোরে ভাষা শহিদদের শ্রদ্ধাঞ্জলি
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন যশোরবাসী। 

রোববার দিনগত রাত ১২টা ১ মিনিটে শহরের পুরাতন কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা জানান।

এ সময় শ্রদ্ধা জানান যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

এছাড়া যশোর শিক্ষা বোর্ড, যশোর প্রেস ক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, যুবলীগ, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জেলা সিভিল সার্জন, জাতীয় পার্টি, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহিদদের শ্রদ্ধা জানান।