ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: শনিবার, জানুয়ারী ২৯, ২০২২

৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
এক শিশুকে বাঁচাতে পানিতে নামে অপর দুই শিশু। তবে এদের কারোরই আর প্রাণ নিয়ে ডাঙায় ওঠা হলো না। রাবার ড্যামের পানিতে ডুবে মারা গেছে তিনজনই। শুক্রবার দুপুরে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কলেজ গেইট এলাকার ঘটনা এটি। 

নিহতরা হলো, পানছড়ির ছোট ধন পাড়ায় পূর্ণ চাকমার দুই বছর বয়সী শিশুপুত্র পিবির চাকমা, ১২ বছর বয়সী কন্যা প্রজ্ঞা চাকমা এবং একই এলাকার স্বপন চাকমার ১১ বছর বয়সী কন্যা ঝরঝরি চাকমা। 

স্থানীয়রা জানায়, দুপুরে খেলার ছলে বাড়ি থেকে বেরিয়ে চেঙ্গী নদীর রাবার ড্যামে গেলে পানিতে পড়ে যায় শিশু পিবির চাকমা। এসময় তার বোন প্রজ্ঞা চাকমা ও প্রতিবেশী ঝরঝরি চাকমা পিবিরকে উদ্ধার করতে পানিতে নামে। দীর্ঘসময় বাদে স্থানীয়রা ওই তিন শিশুকে অচেতন অবস্থায় ড্যামের জমাটবাঁধা পানি থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনবার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছিলো। 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল করিম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।