ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

দুর্গম বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল বেঞ্চ ও শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, জানুয়ারী ২৬, ২০২২

দুর্গম বলং হামারি নিম্ন মাধ্যমিক  বিদ্যালয়ে স্কুল বেঞ্চ ও শীতবস্ত্র বিতরণ
খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম শীব মন্দির পাড়া এলাকায় জেলা প্রশাসক কর্তৃক নতুন প্রতিষ্ঠিত বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল বেঞ্চ ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ে ৪০ জোড়া বেঞ্চ এবং মাঠে অসহায় শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক বলেন, 'আমরা বরাবরই অসহায়দের পাশে দাঁড়িয়েছি। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি মহামারি করোনা ভাইরাস নির্মূলে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ কালে খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম উপস্থিত ছিলেন।