দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা ও হেলমেট পরিধান না করায় ১১ জনকে এক হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার নিমতলা মোড় ও ভূমি অফিস সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: শামীমা আক্তার জাহান।
এসময় পৃথক দুটি মামলা দিয়ে ১১ জনের বিরুদ্ধে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান বলেন, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী তাদের জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এখনও প্রতিটি মানুষ ভয়াভহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। আমাদের সবার উচিত সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। এধরনের অভিযান অব্যাহত থাকবে।