ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

বগুড়ায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যো ধাওয়া পাল্টা ধাওয়া

বগুড়া প্রতিনিধি | আপডেট: বুধবার, জানুয়ারী ২৬, ২০২২

বগুড়ায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যো ধাওয়া পাল্টা ধাওয়া
বগুড়ায় শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে জেলা ছাত্রদল অনশন কর্মসূচি পালনকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বগুড়া শহরের শহীদ খোকন পার্কে দুপুরে জেলা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানাগেছে।

জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদ খোকন পার্কে শাবির ভিসির পদত্যাগের দাবিতে সকাল ৯ টা থেকে অনশন কর্মসূচি চালিয়ে আসছিলাম। দুপুর আনুমানিক সোয়া একটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পার্কে ঢুকে আমাদের উপর হামলা চালায়। সে সময় আমাদের দলের ছেলেরা সেটি প্রতিহত করে। আমরা শান্তিপূর্ণভাবে অনশন করছিলাম হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কীতে কেন ধাওয়া করলে আমরা তাদের পাল্টা ধাওয়া করি এবং আমরা সেখান থেকে আমাদের দলীয় কার্যালয়ে চলে আসি। তিনি আরো বলেন বিকাল তিনটার দিকে আমাদের অনশন কর্মসূচি শেষ হবে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, আমাদের ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শহীদ খোকন পার্কের কোনায় চা পান করছিলেন। এমন সময় তাদের ওপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা সে সময় সাতমাথায় ছিলাম। ঘটনা শোনার পরপরই আমরা সেখানে ছুটে যাই এবং গিয়ে দেখি ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ছাত্রলীগের ছেলেদের ওপর হামলা চালিয়েছে। এ সময় কয়েকজন ছাত্রদলের নেতার কোমরে রাখা অস্ত্র দেখিয়ে ভয় দেখান আমাদের।

সদর থানার তদন্ত পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এখন পরিস্থিতি শান্ত আছে।