ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জানুয়ারী ২৪, ২০২২

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন। 

রোববার দুপুরে সৈকতের কম্পিটার সেন্টার পয়েন্টে এটিকে দেখতে পান ব্লুগার্ডের সদস্যরা। পরে তারা উপজেলা মৎস্য বিভাগ ও বনবিভাগকে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

এ ছাড়া ডলফিনটির ঠোট এবং একটি কান অর্ধেক কাটা। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে আজ (রোববার) সকালেই এটির মৃত্যু হয়েছে। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে ব্লুগার্ডের সদস্যরা এটিকে মাটিচাপা দেন।

পটুয়াখালী জেলা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষায় বেশ কয়েকবার জেলেদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।