ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

গোপালগঞ্জে মন্দিরের জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, এলাকায় থমথমে অবস্থা,এখনো পুলিশ মেতায়েন

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি | আপডেট: রবিবার, জানুয়ারী ২৩, ২০২২

গোপালগঞ্জে মন্দিরের জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, এলাকায় থমথমে অবস্থা,এখনো পুলিশ মেতায়েন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে হিন্দু সম্প্রদায়ের দু’পক্ষের সংঘর্ষে সুবল শিকদার (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মৃত ব্যক্তির পরিবার ও পরিজনদের কান্না ও আহাজারিতে ওখানকার আকাশ বাতাশ এখনো ভারি হয়ে আছে। শুক্র, শনিবার আদালত বন্ধ থাকায় ২৩ জানুয়ারি রবিবার এব্যাপারে মামলা দায়ের হবে বলে জানায় এলাকাবাসী। অন্যদিকে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা এলাকা থেকে পালিয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের কাকইবুনিয়া গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরের জায়গা দখল নিয়ে এ ঘটনা ঘটে। 

নিহত সুবল শিকদার ওই গ্রামের বিপুল শিকদারের ছেলে। 

টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তনময় মন্ডল বিষয়টি সাংবাদিকদের  নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মন্দিরের বিরোধপূর্ণ জমির মামলার তদন্ত করতে বৃহস্পতিবার সন্ধ্যায় পাটগাতী ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে যান। এ সময় মামলার বাদী মিলন শিকদারের লোকজনের সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাসের লোকজনের কথা কাটাকাটি হয়। এ পর্যায় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মামলার বাদী মিলন শিকদারের কাকাতো ভাই সুবল শিকদার গুরুতর আহত হন। আহত অবস্থায় সুবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, নিহতের লাশ জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তর সম্পন্ন হয়েছে। ওই এলাকায় এখন পুলিশ মোতায়েন রয়েছে।