ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

পটুয়াখালীতে সংঘবদ্ধ গরু চোর চক্রের ০৩ (তিন) সদস্য গ্রেফতার,

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ২৩, ২০২২

পটুয়াখালীতে সংঘবদ্ধ গরু চোর চক্রের ০৩ (তিন) সদস্য গ্রেফতার,
 চোরাই কাজে ব্যবহৃত ইঞ্জিন বোট জব্দ ও গরু উদ্ধার

গতকাল ২১-০১-২০২২ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০:৩০ ঘটিকায় রাঙ্গাবালী থানাধীন চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষী সাকিনস্থ মুসলিমপাড়া ফরেষ্টের বাগান হতে গরু চুরি করে ট্রলারযোগে পলায়নকালে স্থানীয় জনগনের সহায়তায় চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের অভিযানিক দল 

 ১। মোঃ মিজানুর রহমান (২২), পিতা-মোঃ সোহাগ হাওলাদার, মাতা-শাহিনুর বেগম, সাং-চরকলমী, থানা-দক্ষিন আইচা, জেলা-ভোলাকে গ্রেফতার করে। অপরাপর আসামীরা পালিয়ে গেলেও চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের ইচনচার্জ এসআই মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল হতে চোরাই যাওয়া  ০৩ (তিন) টি গরু এবং চুরির কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেন।

আটককৃত গরু চোর মোঃ মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক অদ্য ২২-০১-২০২২ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে অপর আসামী

২। মোঃ কালাম হাওলাদার (৪০), পিতা-আঃ কাদের হাওলাদার, সাং-চরবেষ্টিন, মাঝেরচর, থানা-রাঙ্গাবালী ও ৩। মোঃ আনিচ মুসলমান (৩৫), পিতা-আঃ রশিদ মুসলমান, সাং-পূর্ব লক্ষীপুর, থানা-দশমিনা, উভয় জেলা-পটুয়াখালীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগন সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। তারা পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গলাচিপার উলানিয়া বন্দরে রাতের আধাঁরে জবাই করে বিক্রি করে মর্মে তথ্য প্রদান করে যা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।