ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

ববিতে লোকপ্রশাসন ছাত্রকল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জানুয়ারী ২১, ২০২২

ববিতে লোকপ্রশাসন ছাত্রকল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগ ছাত্রকল্যাণ সমিতির তৃতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মিল্লাত হোসেন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচএম হাবিবুল্লাহ।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা হাবিব জিসান এবং সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক এবং প্রভাষক নুসরাত জাহান নিপু।

শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে অর্থ-সম্পাদক পদে নির্বাচিত হন নাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে হাওয়া ইসলাম নির্বাচিত হন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আয়েশা আক্তার, মো. নাদিম মাহমুদ, মুনতাহিনা মুনা, লরেতা সঞ্চারী হাওলাদার, ফাতেমা জাহান আশা, মো. নাফেল ফরহাদ, মেহেদী হাসান, ইসরাত জাহান মনি নির্বাচিত হন।

গত ১১ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভাগজুড়ে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১৭ জানুয়ারী ১৪ পদের বিপরীতে১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।