ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

ভেদরগঞ্জ উপজেলায় জাটকা সহ ৭ জেলে আটক

মৎস্য সম্পদ রক্ষায়


শরীয়তপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

ভেদরগঞ্জ উপজেলায় জাটকা  সহ ৭ জেলে আটক
শরীয়তপুরের ভেদরগঞ্জে ৬৫৩ কেজি জাটকা সহ ৭ জনকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ সিনিয়র উপজেলা মৎস্য অফিস।

মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশনের ২য় ধাপে ১৯ জানুয়ারি বুধবার রাতে ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনার সময় ৬৫৩ কেজি জাটকা, ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৮ টি মশারী জাল জব্দ ও ৭ জন জেলেকে আটক করা হয়েছে। 

পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  ১ জন ব্যবসায়ীকে ৪০ হাজার ও ৬ জনকে ৩০ হাজার টাকা মোট ৭০ হাজার টাকা অর্থদন্ড করেন।

উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জালসহ অন্যান্য জালসমূহ নির্মূলে বিশেষ কম্বিং অপারেশনের ২য় ধাপে উপজেলা প্রশাসন, সখিপুর থানা ও নৌ-পুলিশের সহযোগিতায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে  ২০ মিটার কারেন্ট জাল, ৮টি মশারী জাল, ৩ কেজি জাটকা জব্দ করি ও ৬ জন জেলেকে আটক করি। অপর দিকে চাঁদপুর-শরীয়তপুর সড়কের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ কেজি জাটকা ইলিশ মাছ ও একটি পিকাপ জব্দ করি। জাটকা মাছ গুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।