ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

নতুন করে ওমিক্রনে আক্রান্ত ২২, সবাই ঢাকার

স্বাস্থ্য ডেস্ক | আপডেট: সোমবার, জানুয়ারী ১৭, ২০২২

নতুন করে ওমিক্রনে আক্রান্ত ২২, সবাই ঢাকার
দেশে নতুন করে আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। নতুন রোগীদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেল। 

রোববার রাতে করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য পাওয়া গেছে। 

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই ২২ জনের নমুনা সংগ্রহ করে জিনবিন্যাস করে এ সংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছে। 

জিআইএসএআইডির তথ্যমতে, নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে ১৩ পুরুষ ও ৯ নারী। এ নিয়ে ৫৫ জনের মধ্যে ৩০ জনই নারী। বাকি ২৫ জন পুরুষ। তবে নতুন সংক্রমিত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জিআইএসএআইডির হিসাব অনুযায়ী, দেশে ওমিক্রনে সংক্রমিত ৫৫ জনের মধ্যে রাজধানীর মহাখালীর বাসিন্দা ১৮, বাসাবোর বাসিন্দা ৬, উত্তরার ৪, চানখাঁরপুলে ৪, যশোরের ৩ এবং বাকি ২০ জন ঢাকার বাসিন্দা, যাদের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট করে জানা যায়নি। 

এর আগে ১০ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। দেশে প্রথম ওমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেটার। তারা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।