ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

আমড়াগাছিয়ায় আগুনে পুড়ে ছাই দিনমজুরির ঘর

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জানুয়ারী ১৭, ২০২২

আমড়াগাছিয়ায় আগুনে পুড়ে ছাই দিনমজুরির ঘর
দক্ষিন ঝাটিবুনিয়া গ্রামের দিনমজুরির বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দিনমজুর পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার(১৫ জানুয়ারি) রাত ৭টার সময় মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঝাটিবুনিয়া এলাকার দিনমজুর মোঃ আবুল হোসেন এর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্হানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়।

শনিবার( ১৫জানুয়ারি) রাতে বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না।কারন তার পরিবারসহ সবাই আবুল হোসেনের শশুর বাড়ি মেহেন্দিগঞ্জে গত সোমবার বেড়াতে যান।খবর পেয়ে তারা শশুর বাড়ি থেকে রওয়ানা হন।স্হানীয় লোকজন বলেন, চারটি শোবার রুম, রুমে থাকা প্রায় সব আসবাবপত্র সহ রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

পরিবারের ৫ জন সদস্যকে নিয়ে বর্তমানে প্রায় খোলা আকাশের নীচে অবস্থান করা ছাড়া কোনো উপায় নেই। 

বর্তমান ইউপি সদস্য খলিল মোল্লা বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই ঘরের কয়েকখানা টিন ছাড়া প্রায় সব কিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক এক লাখ টাকার মতো বলে জানতে পেরেছি।