ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

অপহরণের চার ঘণ্টা পর অপহৃত রোহিঙ্গা কিশোরকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, জানুয়ারী ১৪, ২০২২

অপহরণের চার ঘণ্টা পর অপহৃত রোহিঙ্গা কিশোরকে উদ্ধার
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া শরণার্থী ক্যাম্প এলাকা থেকে অপহরণের চার ঘণ্টা পর অপহৃত মো. ইমরান (১৬) নামে এক রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

উদ্ধারকৃত অপহৃত একই ক্যাম্পের ব্লকে-বি/১৩, এফসিএন-২৭২৪২০ এর বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, বুধবার বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭নং ক্যাম্পের ব্লক-বি ১৩, এফসিএন-২৭২৪২০ এর বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে মো. ইমরানকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি স্বজনেরা এপিবিএন পুলিশকে অবহিত করে। ঘটনার পর থেকে জাদিমুড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বুধবার রাত সোয়া ৮টার দিকে ক্যাম্পের বি/১১ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গাকে সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।