ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

কালিয়াকৈর মহাসড়কে হাইওয়ে পুলিশের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

রেজওয়ান খান রিকন, কালিয়াকৈর প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ১১, ২০২২

কালিয়াকৈর মহাসড়কে হাইওয়ে পুলিশের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান
রেজুয়ান খান রিকন, কালিয়াকৈর (গাজীপুর)  প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে অবৈধ ভাবে ফুটপাত ও রাস্তা ওপর দোকানপাট উচ্ছেদ অভিযান করেছে হাইওয়ে পুলিশ। অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ ভাবে ফুটপাতে দখল ও মহাসড়কে রাস্তা দখল করে দোকানপাট বসিয়ে ব্যবসা করে আসছিল।  

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে সোমবার সন্ধ্যায় হাইওয়ে পুলিশের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ওইস্থানে অভিযান করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন।

সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘদিন অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি করছিল।

এরই সূত্র ধরে সোমবার রাতে ওই এলাকায় অভিযান করে দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযান অব্যাহত থাকবে।