ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ৯, ২০২২

টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফনদীর তীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বা বিজিবি। শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে ১কিঃমিঃ উত্তর-পশ্চিম দিকে ওয়াব্রাং এলাকার পাশ্ববর্তী নাফনদী দিয়ে পাচার হবে। এমন তথ্যে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় বেড়িবাঁধে কৌশলে অবস্থান নেয়। রাত পৌনে ৮টার দিকে সন্দেহভাজন দুইজনকে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ সংলগ্ন ধানক্ষেতের মধ্য দিয়ে আসতে দেখে টহলদল চ্যালেঞ্জ করে। দুস্কৃতিকারীরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে উক্ত স্থানের ধানক্ষেতের ভেতর পাচারকারী ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৬০ লাখ টাকার মূল্য মানের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে স্টোরে জমা রাখা হয়েছে।