ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, জানুয়ারী ৯, ২০২২

ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গত চার দিন থেকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

তবে রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। হেড লাইট জ্বালিয়ে চলছে সব ধরনের যানবাহন। কষ্টে আছে নিম্নআয়ের মানুষ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রোববার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৬-৮ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।

তিনি আরও জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের একেবারে শেষের দিকে দেশের কিছু কিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পর তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে নতুন করে একটি শৈত্যপ্রবাহ আনুমানিক ১৪ বা ১৫ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে বিরাজ করতে পারে।