ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

উত্তরায় সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ৯, ২০২২

উত্তরায় সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ
উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসন দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে হকাররা। শনিবার সকাল ১০টার দিকে হকাররা উত্তরার রবীন্দ্র সরণিতে সড়কে জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু হয়। 

পরে হকাররা উত্তরার রাজলক্ষ্মী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এরপর দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তারা। তাদের অবরোধে সড়কের দুদিকের যান চলাচল বন্ধ রয়েছে।

হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, করোনার সময় তারা ব্যবসা করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সমবায় সমিতি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন তারা। এখন যদি তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হয়, তাহলে তারা পথে বসবেন। এছাড়া দেনাও পরিশোধ করতে পারবেন না।
রাজলক্ষ্মী এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আকতারুজ্জামান বলেন, হকারদের অবরোধের কারণে সড়কের উভয় দিকে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। হকারদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।