ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

জাতীয় বীরের কবর জিয়ারতে ভেদরগঞ্জ ও ডামুড্যার ১১ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ৯, ২০২২

জাতীয় বীরের কবর জিয়ারতে ভেদরগঞ্জ ও ডামুড্যার ১১ চেয়ারম্যান
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাক এর কবর জিয়ারত করেছেন ভেদরগঞ্জের ৪ ও ডামুড্যা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ। শনিবার (৮ জানুয়ারী) সকাল ১০টায় ঢাকার বানানীস্থ বুদ্ধিজীবী কবরস্থানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে কবর জিয়ারত করেন। 

এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন জাতীয় বীর মরহুম আব্দুর রাজ্জাক এর জেষ্ঠপুত্র শরীয়তপুর-৩ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। 

এসময় ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজী আবদুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার, ডামুড্যাা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির বাচ্চু, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার, মহিষার ইউপি চেয়ারম্যান হাজী অরুন অর রশিদ হাওলাদার, ছয়গাঁও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব সিকদার, নারায়নপুর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ সালাহ উদ্দিন মাদবর, কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু, পূর্ব ডামুড্যা ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, শিধলকুড়া ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, সিড্যা ইউপি চেয়ারম্যান আবদুল হাদি জিল্লু, দারুল আমান ইউপির চেয়ারম্যান মমিনুল হক মিন্টু সিকদার, ধানকাটি ইউপির চেয়ারম্যান গোলাম মাওলা রতন। 

চেয়ারম্যানদের উদ্দেশ্যে নাহিম রাজ্জাক এমপি বলেন, আমার পিতা বলে নয়, আপানাদের নেতা বলে বলছি মরহুম আব্দুর রাজ্জাকের প্রতি আপানাদের শ্রদ্ধা ভক্তি ও আমার প্রতি ভালবাসা আমাকে জাতির পিতার আদর্শে পথ চলতে প্রেরণা জোগায়। জাতির পিতাকে রেখে যেমন বাংলাদেশ কল্পনা করা যায়না তেমনি আব্দুর রাজ্জাককে রেখে শরীয়তপুর কল্পনা করা যায়না। শরীয়তপুরের উন্নয়নে প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে আব্দুল রাজ্জাকের স্মৃতি।