ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

নারায়ণগঞ্জে ট্রলারডুবি, চালকসহ ৩ জনকে আসামি করে মামলা

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জানুয়ারী ৭, ২০২২

নারায়ণগঞ্জে ট্রলারডুবি, চালকসহ ৩ জনকে আসামি করে মামলা
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় তিনজনকে আসমি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এ মামলা করেন।

মামলায় গ্রেফতারকৃত মেসার্স ফারহান নেভিগেশনের এমভি ফারহান-৬ নামক লঞ্চের মাস্টার কামরুল হাসান (৪০), ইনচার্জ ড্রাইভার মো. জসিম উদ্দিন ভুইয়া (৪০) ও সুকানি মো. জসিম মোল্লাকে (৩০) আসামি করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা বক্তাবলীর নৌ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল মতিন জানান, গ্রেফতারকৃতদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বুধবার তাদের আটক করা হয়েছিল।

এদিকে ঘটনার প্রায় দুইদিন পার হলেও বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ট্রলার ডুবিতে নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরর উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, তিনটি ডুবুরি দল উদ্ধারের কাজ করছে। এখনো ট্রলারের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া নিখোঁজ কাউকে উদ্ধার করাও সম্ভব হয়নি।