ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

আটোয়ারীতে ইউএনও'র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জানুয়ারী ৭, ২০২২

আটোয়ারীতে ইউএনও'র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নবাগত নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৬জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর দায়িত্ব গ্রহণ করেন মোঃ মুসফিকুল আলম হালিম। তার আগে এই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) ছিলেন মোঃ আরিফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সহ সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক এ. রায়হান চৌধুরী রকি, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বু হক প্রধান, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক আখতারুজ্জামান আতা সহ কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম দুলাল ও মনোজ রায় হিরু প্রমুখ। এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা যেমন- বাল্য বিয়ে প্রতিরোধ , মাদক নির্মূল, সড়কে শৃঙ্খলা ফেরানো ও ভেজাল খাদ্য রোধে অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করলে, নবাগত নির্বাহী অফিসার সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেন। এছাড়াও সকলের সার্বিক সহযোগিতায় আটোয়ারী উপজেলার উত্তরোত্তর উন্নতি ঘটবে বলে মনে করেন তিনি।