ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

মানিকছড়িতে নিখোঁজ যুবলীগ নেতাকে উদ্ধারের দাবি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ৪, ২০২২

মানিকছড়িতে নিখোঁজ যুবলীগ নেতাকে উদ্ধারের দাবি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেনকে (২৮  অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মানিকছড়ি আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহামুনি বাস স্টেশনে সমাবেশ করে।

সমাবেশে সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ইমান উদ্ধার না হলে মঙ্গলবার উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ এবং বুধবার হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, এম এ কাদের ও এম এ রাজ্জাক প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার রাত ৯টায় বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় ইমান হোসেন। এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশের জঙ্গলে পাওয়া যায়।