ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

কালিয়াকৈরে নদীর জমি দখল করে অনুমোদনবিহীন রং কারখানা

রেজওয়ান খান রিকন, কালিয়াকৈর প্রতিনিধি | আপডেট: শনিবার, জানুয়ারী ১, ২০২২

কালিয়াকৈরে নদীর জমি দখল করে অনুমোদনবিহীন রং কারখানা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় অনুমোদন বিহীন একটি রং এর কারখানা স্থাপন করা হয়েছে। প্রভাবশালী স্থানীয় ব্যক্তিবর্গের সাথে আতাত করে পরিবেশের আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারখানাটি একটি কুচক্রী মহল স্থাপন করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে উপজেলার উত্তর হিজলতলী এলাকায় ঐতিহ্যবাহী বংশাই নদীর জমি দখল করে অনুমোদনবিহীন ওই রং এর কারখানা টি চালু করে। নানা প্রকারের ধুলা ময়লা আর বিষাক্ত কেমিক্যাল মিশ্রন করে রং তৈরি করা হয়। যার ফলে একদিকে নদীর পানি দুষিত হচ্ছে, অপরদিকে বায়ু দুষিত হচ্ছে। যার ফলে স্থানীয় লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে। স্থানীয় প্রভাবশালী একটি কুচক্রী মহলের সাথে মালিক পক্ষের সক্ষতা থাকায় সাধারণ মানুষ বাধা দিতে সাহস পাচ্ছে না।

এ ব্যপারে রং কারখানার মালিক আতিকুল বলেন, অনুমোদনের প্রক্রিয়া চলছে। প্রশাসন এ বিষয়ে জানে।
এ ব্যপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, দ্রুত আইনের আওতায় এনে ওই রং কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।