ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ৩১, ২০২১

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০
ভোলায় ৫ জানুয়ারির ইউপি নির্বাচনকে সামনে রেখে শিবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দফায় দফায় হামলা, আ. লীগ অফিস ভাঙচুর, অগ্নিকান্ড, বোমাবাজি, গুলি। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত ছিল এই অবস্থা। আহতদের ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন আরটিভি নিউজকে জানিয়েছেন, তার প্রতিপক্ষ আওয়ামী লীগ থেকে বহিস্কৃত সিরাজুল ইসলাম সিরাজ এখন জামাত বিএনপিকে নিয়ে বহিরাগত সন্ত্রাসী এনে তাদের ওপর হামলা করছে।

দলীয় অফিস, নির্বাচনী অফিস ভাঙচুর করছে। গুলি ও বোমা বাজি করছে। তার কমপক্ষে ১৫ জন কর্মী হাসপাতালে রয়েছে। আহতদের বাড়ি থেকে হাসপাতালে নিতে দিচ্ছে না।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ জানান, কয়েকশ মানুষ নিয়ে তার এলাকায় হামলা করেছে নৌকা প্রতীকের প্রার্থী।