ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

২০ হাজার ইয়াবাসহ গাজীপুরের ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১

২০ হাজার ইয়াবাসহ গাজীপুরের ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকার গাবতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাঙ্গীরের সঙ্গে আলিয়া আক্তার রিয়া নামে এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় প্রাইভেটকারের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি। ওই সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরের প্রাইভেটকার চালকসহ তার চার সহযোগীকে। এর পরই বেরিয়ে আসে ওই চালানটি ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের। এরই মধ্যে তাকে আসামি করে মামলা করা হয়।

ইয়াবা চক্রে জড়িত থাকায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়। ১৯ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ওই সিদ্ধান্ত নেয়।

জাহাঙ্গীর সরকার গাজীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটির গোদারচালা গ্রামের ইকবাল সরকারের ছেলে। ২০১৬ সাল থেকে বহিষ্কারের আগপর্যন্ত তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।

এর আগেও তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ উঠে। তিনি মাদক ব্যবসা করে হয়েছেন বিপুল অর্থের মালিক।