ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

পিরোজপুরে ৬ কোটি টাকা ব্যয়ে ভূমি অফিস নির্মাণ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১

পিরোজপুরে ৬ কোটি টাকা ব্যয়ে ভূমি অফিস নির্মাণ হচ্ছে
পিরোজপুরে ৬ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে ৩টি সহকারী কমিশনার ভূমি’র ও ১টি ইউনিয়ন ভূমি অফিস এর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। 

জেলার ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি’র ও মঠবাড়িয়া সহকারী কমিশনার ভূমি অফিস নির্মাণ কাজ আগামী মাসে শেষ হবে। ইন্দুরকানী সহকারী কমিশনার ভূমি অফিস চলতি মাসে শেষ হচ্ছে। এ ৩টি ৩তলা বিশিষ্ট ১৭শত বর্গফুটের ভবন নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রতিটি ১ কোটি ৮০ লক্ষ টাকা করে ৫ কোটি ৪০ লক্ষ টাকা। এছাড়া ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজও আগামী মাসে শেষ হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। ৮শত বর্গফুট আয়তনের এ অফিসটি নির্মাণে ব্যয় করা হচ্ছে ৭১ লক্ষ টাকা। গণপূর্ত অধিদপ্তরের পিরোজপুর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: সুলতান মাহমুদ সৈকত জানান গুণগত মান বজায় রেখেই এসকল ভবন গণপূর্ত নির্মাণ করছে।

 সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন ভূমি অফিস সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন এভবনগুলোর নির্মাণ কাজ শেষ হলে সেবাগ্রহিতাদের অনেক দুর্ভোগ লাঘব হবে এবং জমিজমার রেকর্ডপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করা সহজ হবে।