ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

অভিযান ১০ ট্রাজেডি: বিষখালী নদী থেকে দগ্ধ লাশ উদ্ধার

আজমীর হোসেন তালুকদার, স্টাফ রিপোর্টার | আপডেট: সোমবার, ডিসেম্বর ২৭, ২০২১

অভিযান ১০ ট্রাজেডি: বিষখালী নদী থেকে দগ্ধ লাশ উদ্ধার
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ এমভি অভিযান-১০-এ আগুনে দগ্ধ একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কিস্তাকাঠি এলাকায় বিষখালী নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার পেটে পোড়া দাগ ছিল বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সোমবার (২৭ ডিসেম্বর) সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে সংবাদ দেন। পরে রাজাপুর ও ঝালকাঠি থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এখনও নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এতে এখন পর্যন্ত ৪০ জনের প্রাণহানির তথ্য কথা জানিয়েছে ফায়ার সার্ভিস, নিখোঁজ অন্তত ৪১ জন। অন্যদিকে আজ চতুর্থ দিনের মতো সুগন্ধা ও বিষখালী নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ড সদস্যেরা।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি নিখোঁজ ব্যক্তিদের স্বজনের নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করবে সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে। সুগন্ধা নদীতীরে মিনি পার্কে তারা নমুনা সংগ্রহ করে ঢাকায় ডিএনএ পরীক্ষার জন্য পাঠাবে।