ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

সোনাগাজীতে কেন্দ্র দখলে বাধা,গুলিবিদ্ধ ১১

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, ডিসেম্বর ২৭, ২০২১

সোনাগাজীতে কেন্দ্র দখলে বাধা,গুলিবিদ্ধ ১১
ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এক মেম্বার প্রার্থীর ছোড়া গুলিতে নারী-শিশুসহ অন্তত ১১ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৬ ডিসেম্বর) ওই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, শিশু আসমা আক্তার, তার মা ফাতেমা আক্তার, মিজান, ইউসুফ, ফকির, শিপন, ইসমাইল, ছিদ্দিক, নবি, মিয়া সাহেব ও রাজ। শিশু আসমা ও তার মা ফাতেমাসহ ছয়জন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা অন্যান্য হসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সজিব কেন্দ্র দখল করতে চাইলে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে তিনি অতর্কিতভাবে গুলি ছোড়েন।

দক্ষিণ চর চান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিটু রঞ্জন দাস জানান, কেন্দ্রের বাইরে গুলির ঘটনা ঘটেছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছে। এ কেন্দ্রে ছয়জন মেম্বার প্রার্থী রয়েছে। তাদের মধ্যে বিরোধ রয়েছে।

তবে এই অভিযোগ নাকচ করেছেন ওমর ফারুক সজিব। তার দাবি, এ ঘটনায় তিনি বা তার কোনো কর্মী জড়িত নন। অপপ্রচার চালানো হচ্ছে।

দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা টিটু রঞ্জন দাস জানান, কেন্দ্রের বাইরে গুলির ঘটনা ঘটেছে। তবে ভোটগ্রহণ চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্র মারমা বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রের আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।