ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

এক গ্রামে ১ ভোটার, আরেক গ্রামে ১২

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, ডিসেম্বর ২৫, ২০২১

এক গ্রামে ১ ভোটার, আরেক গ্রামে ১২
টাঙ্গাইলের সদর উপজেলার হুগড়া ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের আগ মুহূর্তে জানা গেল হুগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে মাত্র একজন ও কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় মাধবপুরে একজন ও কচুয়া গ্রামে ১২ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

জেলা নির্বাচন কমিশনের ভোট কেন্দ্রের তালিকায় দেখা যায়, হুগড়া ইউনিয়নের ধুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছে ১ হাজার ৪৯২ জন। এর মধ্যে ধুলবাড়ি গ্রামে ১ হাজার ৪৯১ জন ভোটার ও মাধবপুর গ্রামে একজন ভোটার রয়েছেন।

এছাড়াও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫৬২ জন ভোটার রয়েছে। এর মধ্যে চরহুগড়া গ্রামে ২৫৫০ জন ও কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছেন।

হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলম দুলাল জানান, সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আগে ৭০০-৮০০ ভোটারের বসবাস ছিল। কিন্ত যমুনার করাল গ্রাসে গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে জেলা নির্বাচনের ভোটার তালিকায় এই গ্রামে একজন ভোটার রয়েছে।

এছাড়া কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকায় কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছে। এ গ্রামটিও যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।