ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

নির্বাচনী সহিংসতায় কবজি কাটার ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

নির্বাচনী সহিংসতায় কবজি কাটার ঘটনায় আটক ১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় এক চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে কুপিয়ে হাতের কবজির অধিকাংশ কেটে ফেলার ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। আটককৃত মো: ফরিদ হাওলাদার (৫০) উপজেলার ধানিসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের আব্দুর রব হাওলাদারের পুত্র।

বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানান মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল।

হামলায় আহত  বিপ্লব আকন জানান, বুধবার রাতে সাফা ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণাকালে ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় প্রতিপক্ষ প্রার্থী রফিক এর নেতৃত্বে রিয়াজসহ একদল আরো কয়েকজন তাকে কুপিয়ে জখম করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, হামলার ঘটনায় ফরিদকে রাতে আটক করা হয়েছে।
তদন্ত চলছে।