ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

‘শীতে খুব কষ্টে আছি বাবা’

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

‘শীতে খুব কষ্টে আছি বাবা’
উত্তরের জনপদ দিনাজপুর। হিলিসহ এ জেলায় দিন দিন শীতের প্রকোপ বেড়েই চলেছে। বেড়েছে অসহায় মানুষের দুর্ভোগ। বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

প্রতি বছর এই সময়ে সরকার থেকে কম্বল বিতরণ করা হতো। তবে এ বছর এখন পর্যন্ত কেউ কম্বল দেয়নি বলে বুধবার সকালে জানালেন দিনাজপুরের হিলির বাসিন্দা বৃদ্ধ মোশারফ হোসেন।

তিনি বলেন, প্রতি বছর এই সময়ে সরকার কম্বল বিতরণ করলে আমিও পেতাম। এ বছর এখনও পাইনি। অন্যদিকে দিন দিন শীত বেড়েই যাচ্ছে। খুব কষ্টে আছি বাবা।

এদিকে সকাল ৬টায় দিনাজপুর জেলায় তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৩-৪ কিলোমিটার, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ১২-১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।