ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

ঝালকাঠি টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

ঝালকাঠি টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার
মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ঝালকাঠির টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি,  বিশেষ অতিথি হিসেবে বরিশালের ডিইএমও একেএম সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এর সভাপতিত্বে  স্বাগত বক্তব্য রাখেন টিটিসির অধ্যক্ষ আবুল বাসার আল মামুন। মূল বিষয়ের উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিটিসির ইন্সট্রাক্টর মোহাম্মদ হাসান। 

সেমিনারে প্রানিসম্পদ, কৃষি, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব সহ বিভিন্ন পর্যায়ের ১০০ জন এই সেমিনারে অংশ নেন। দালালদের খপ্পরে না পরা, দক্ষ হয়ে বিদেশ গমন করা, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষন আন্তরিকতার সাথে গ্রহন করা এবং বিদেশ গমনের ক্ষেত্রে সরকারি সহায়তার বিষয়ে ধারনা দেয়া হয়েছে।