ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

শিবচরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি | আপডেট: সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১

শিবচরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০
মাদারীপুরের শিবচরে সড়ক দূর্ঘটনায় লোকমান মাদবর (৩৮) ও ইলিয়াস আকন (৩০) নামের দুই নির্মান শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন।

রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।এরা সবাই নির্মান শ্রমিক।শিবচর হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক বিপ্লব এ তথ্য নিশ্চিত করেন।

নিহত লোকমান মাদবর শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের চর গজারিয়া গ্রামের হামেদ মাদবরের ছেলে ও নিহত ইলিয়াস উপজেলার কাদিরপুর ইউনিয়ন মানিকপুর এলাকার মান্নান আকনের ছেলে। আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,আজ সন্ধ্যার দিকে শিবচরের দত্তপাড়া এলাকায় একটি বাড়িতে ছাদের ঢালাইয়ের কাজ শেষে একটি নসিমনে ১৭ জন শ্রমিক শিবচর বাজারে আসতেছিলেন। পথিমধ্য  নসিমনটি আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত হাজী শরিয়ত উল্লাহ সেতুর পশ্চিম পাড়ে আসলে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের আন্ডার পাস দিয়ে একটি মাইক্রোবাস হঠাৎ সড়কে আসলে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।এসময় নসিমনে চালক কালুসহ ১২ জন শ্রমিক আহত হয়।আহতদের মধ্য ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল নিয়ে যায়।সেখানে রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ২ নের মৃত্যু হয়।

নিহত লোকমান মাদবরের চাচাতো ভাই মোস্তফা জানাজ,আমার ভাই সন্ধ্যায় তার কাজ শেষে বাড়ি ফিরতেছিলেন।শরিয়তুল্লাহ সেতুর নিকটে তাদের বহনকৃত নসিমনটি উল্টে তারা আহত হন।পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল তিনি মারা যান।সেখানে ভাইয়ের সাথে মানিকপুর এলাকার আরো ১ জন মারা গেছে। আমি এখন ভাইয়ের মরদেহ আনতে ফরিদপুর যাচ্ছি।"

শিবচর হাইওয়ে থানার উপ পরিদর্শক বিপ্লব জানান, নসিমনটি সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়,সেখানে ১২ জন শ্রমিক আহত হয়। এদের মধ্য ৭ জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে ফরিদপুর উন্নত চিকিৎসার জন পাঠানো হয়েছে। রাত ১০ টার দিকে শুনেছি ২ জন মারা গেছে। আমরা বাকিদের খোঁজ খবর নিচ্ছে।