ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

হিলিতে জাতীয় পতাকা বিক্রির ধুম

হাকিমপুর প্রতিনিধি | আপডেট: সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১

হিলিতে জাতীয় পতাকা বিক্রির ধুম
বিজয়ের চেতনার মাস ডিসেম্বর মাস। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এটি চুড়ান্ত রুপ ধারণ করে। এ মাসের শুরু থেকেই জাতীয় পতাকা তৈরী ও বিক্রি বেড়ে যায়। ১৬ ডিসম্বের আসতে আর মাত্র ৪ দিন বাঁকি। ফলে দিনাজপুরের হিলিতে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে।

সরেজমিনে দেখা যায়, বাড়ির ছদে, বারান্দায়, ভ্যান, বিক্রায় এমনকি মোটরসাইকেলে পতপত করে উড়ছে লাল-সবুজের পতাকা। 

পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে মৌসুমী পতাকা বিক্রেতারা হাঁকডাক দিয়ে বিক্রি করছেন দেশের জাতীয় পতাকা। 

মৌসুমী পতাকা বিক্রেতা শান্ত ইসলাম জানান, প্রতি বছর ১লা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পতাকা বিক্রি করে ১২/১৫ হাজার টাকা আয় করা যায়। আকার ভেদে ১০ টাকা থেকে সাড়ে ৩শ’ টাকা পর্যন্ত পতাকা বিক্রি করছেন তিনি।

জাতীয় পতাকা ক্রেতা কলেজ শিক্ষার্থী ছোটন কুমার বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদের ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে জাতীয় পতাকা কিনলাম।

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলাম বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই পতাকা যেন অবমাননা করা না হয়। সেদিক খেয়াল রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।