ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

বগুড়ার শাজাহানপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

বগুড়া প্রতিনিধি | আপডেট: সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১

বগুড়ার শাজাহানপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন
“ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” স্লোগানে আজ ১২ ডিসেম্বর রোববার সারাদেশের নেয় বগুড়ার শাজাহানপুরেও উদযাপিত হলো “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১”। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। 

উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে দিবসটি উদযাপনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুললের প্রধানগণ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ, এনজিও কর্মীসহ সাংবাদিকবৃন্দ। 

আলোচনা শেষে স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।