ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

মানিকগঞ্জে উদ্যোক্তা নারীদের সন্মাননা প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি | আপডেট: রবিবার, ডিসেম্বর ১২, ২০২১

মানিকগঞ্জে উদ্যোক্তা নারীদের সন্মাননা প্রদান
মানিকগঞ্জে ১৭ লাখোপতি নারী উদ্যোক্তাকে সন্মাননা দিয়েছে ওমেন্স অ্যান্ড ই-কমার্স (উই)। শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে উদ্যোক্তাদের হাতে এ সন্মাননা তুলে দেন।

উইয়ের সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পৌর মেয়র রমজান আলী, এফবিসিসিআইয়ের পরিচালক তোসাদ্দেক হোসেন খান টিটু, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নীনা রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জি, বিসিকের উপপরিচালক মাহবুবুল ইসলাম রোকন, জেলা কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমনিসহ শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদ্যোক্তরা হাতের তৈরি পণ্য নিয়ে মেলার আয়োজন করেন। মানিকগঞ্জে ১৭ লাখোপতি নারী উদ্যোক্তাদের সন্মাননা দিয়েছেন ১৩ লাখ সদস্যদের সমন্বয়ে গঠিত বেসরকারি প্রতিষ্ঠান ওমেন্স অ্যান্ড ই-কমার্স।

জেলা পরিষদ মিলনায়তনে শনিবার দুপুরে জেলা প্রসাশক আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে উদ্যোক্তাদের হাতে এ সন্মাননা তুলে দেন।