ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

ঢাকার ঘেরাও করা সেই বাড়ি থেকে ৪ সন্দেহভাজন আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ১০, ২০২১

ঢাকার ঘেরাও করা সেই বাড়ি থেকে ৪ সন্দেহভাজন আটক
রাজধানীর ঢাকার স্বামীবাগের সেই বাড়ির মেস থেকে সন্দেহভাজন চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির ওই বাড়িটি ঘিরে রাখার পর সন্ধ্যার দিকে তাদের আটক করে র‌্যাব-৩-এর একটি দল।

বাড়িটিতে পাঁচ উগ্রবাদী অবস্থান করছেন এমন খবরেই এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৩-এর সহকারী পরিচালক এএসপি ফারজানা হক জানান, সন্দেহ হওয়ায় স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি মেস ঘিরে রাখা হয়। হেড কোয়ার্টার থেকে কর্মকর্তারা আসার পর মূল অভিযান শুরু হয়। পরে সেখান থেকে চারজনকে আটক করে নিয়ে আসা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া র‌্যাব-৩-এর এক কর্মকর্তা জানান, সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আলেপ উদ্দিন এসেছেন ঘটনাস্থলে। বাড়িটিতে র‌্যাবের সদস্যরা প্রবেশ করার আগে রেকি করা হচ্ছে। ভেতরে সন্দেহভাজন চারজন উগ্রবাদী অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ ব্যাপারে পরে জানানো হবে।

এ ব্যাপারে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আমরা কয়েকজনকে সেখানে (মেসে) পেয়েছি। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। অভিযান শেষে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।