ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

সেন্টমার্টিন ইস্যুতে সার্বভৌমত্বের কোথায় আঘাত লেগেছে ?

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, জুন ১৮, ২০২৪

সেন্টমার্টিন ইস্যুতে সার্বভৌমত্বের কোথায় আঘাত লেগেছে ?

ফাইল ছবি

সেন্টমার্টিন ইস্যুতে সার্বভৌমত্বের কোথায় আঘাত লেগেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। মূল্যস্ফীতির কারণে ঈদ আনন্দ ম্লান হয়েছে বিএনপির এমন দাবি অবাস্তব বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ এ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। সাবেক ডিএমপি কমিশনারের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রমাণের আগে কোনো মন্তব্য করতে চান না। 

তিনি জানান, দলের হীরক জয়ন্তী উদযাপনে তাদের প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। ঈদ পরবর্তী রাজধানীতে সড়কের নিরাপত্তায় সরকার সচেষ্ট। অভিযোগ করেন, বিএনপি মহাসচিব ঈদের দিনেও মিথ্যাচার ও অপপ্রচার ছাড়েননি।

ওবায়দুল কাদের বলেন, সরকার কারো দুর্নীতি আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না, অপরাধ করে থাকলে ব্যবস্থা নিতে পারবে দুর্নীতি দমন কমিশন। 

যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিক বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।