ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি: ৪০ জনের নামে মামলা, গ্রেফতার ১২

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি: ৪০ জনের নামে মামলা, গ্রেফতার ১২
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় পুলিশ এরইমধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এবং সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে রামপাল থানা পুলিশ। পরে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

শুক্রবার (৫ এপ্রিল) রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।