ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

ভালো নেই ‘শরীর’ ফেডারেশন!

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ১৮, ২০২৪

ভালো নেই ‘শরীর’ ফেডারেশন!
এক বছর ধরে খেলা নেই শরীরগঠনে। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। 

গত বছরের জুনে অ্যাডহক কমিটি গঠন করা হয়। তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের কথা থাকলেও সেই পথে হাঁটেনি অ্যাডহক কমিটি। শরীরগঠন ফেডারেশনের সভাপতি নেই, অ্যাডহক কমিটির আহ্বায়কও অবসরে। স্বপ্ন ধূসর হতে শুরু করেছে বডিবিল্ডারদের।

২০২২ এর ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় শরীরগঠন প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়ায় ক্ষোভে পুরস্কারে লাথি মারেন জাহিদ হাসান। তাকে বহিষ্কার করে ফেডারেশন। 

সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় শরীরগঠন ফেডারেশনের কমিটি ভেঙে গত বছরের জুনে আদম তমিজী হককে সভাপতি এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অ্যাডমিন) শেখ হামিম হাসানকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে ক্রীড়া পরিষদ। 

এরপর পেরিয়ে গেছে আট মাস। সভাপতি আদম তমিজী বিতর্কিত কর্মকাণ্ডে ঘরমুখো। শেখ হামিম হাসানও অবসরে। কিন্তু কেউ বডিবিল্ডারদের কথা ভাবেননি। 

এক বছর খেলতে না পেরে হতাশ তারা। -৮৫ কেজি ওজন শ্রেণিতে তিনবারের মিস্টার বাংলাদেশ খেতাব জেতা শেখ জামাল হতাশা প্রকাশ করেন, ‘একটি বছর হারিয়ে গেল আমাদের। এতে অনেক বডিবিল্ডার হারিয়ে গেছেন। যারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারতেন। এক বছর খেলা না থাকলে প্রতিযোগিতা না হলে একজন বডিবিল্ডারের শরীরের কন্ডিশনও ভালো থাকে না। আমাদের তো সরকার থেকে কোনো সহযোগিতা নেই, এখন খেলা না হলে কীভাবে শরীর আয়ত্তে রাখি।’ 

বাংলাদেশ জিম মালিক সমিতি ও বাংলাদেশ জিম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইলিয়াস মিয়া বলেন, ‘শরীরগঠন প্রতিযোগিতায় আমাদের জিমের ছেলেমেয়েরা অংশ নিয়ে থাকে। করোনাকালে আমাদের জিমগুলোতে ভর্তুকি দিতে হয়েছে। এখন খেলা না থাকলে ছেলেমেয়েরা কীভাবে শরীর ঠিক রাখবে? তারা হতাশ।’  

অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক শেখ হামিম হাসান বলেন, ‘আমি অবসর নেওয়ার পর সব ছেড়ে দিয়েছি। তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল, পারিনি। খেলাও হয়নি, এটা সত্যি।’ 

কমিটির সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মো. আবুল হোসেন বলেন, ‘আমরা বেশ কয়েকটি সভা করেছি। খেলার আয়োজন করতে পারিনি। এখন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী এসেছেন। একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক নির্বাচন হলে আমাদের কার্যক্রম শুরু করতে পারব।’